বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

টঙ্গীতে বিএনপি নেতা কামরুলের নিজস্ব উদ্যোগে মশক নিধন কার্যক্রম উদ্বোধন

বশির আলম টঙ্গী
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

গাজীপুরে মশার উপদ্রব আবারও বেড়েছে। মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়ছে নগরবাসী। মশার যন্ত্রণা বাড়লেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়নি উল্লেখযোগ্য কোনো কার্যক্রম। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামুর ব্যক্তিগত উদ্যোগে ৪৯নং ওয়ার্ড টঙ্গী এরশাদ নগর এলাকায় মশক নিধন কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি বলেন, আজ থেকে মশক নিধনে ৪৯নং ওয়ার্ড এরশাদ নগর এলাকার ১নং ব্লক থেকে ৮নং ব্লক পর্যন্ত প্রতিটি ব্লকে এ কার্যক্রম চলবে। জনগণকে মশার হাত থেকে রক্ষা করতে আমার এ কার্যক্রম। আমাদের এই ৪৯নং ওয়ার্ডে কোন ভাবেই যেন ডেঙ্গু মশা জন্মতে না পারে সেই জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। মশক নিধন কর্যক্রমে প্রতিটি এরশাদ নগরের প্রতিটি ব্লকের সকল বাড়ি পরিদর্শনের মাধ্যমে এডিস মশার প্রজনন স্থল চিহ্নিত করে কীটনাশক প্রয়োগ এবং ধ্বংস করতে হবে। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে করনীয় সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। এরশাদ নগরবাসী যদি তাদের নিজ নিজ বাসস্থান ও আশপাশ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে এবং মশা জন্মানোর ও এর বংশ বিস্তারের সুযোগ না দেয়, তাহলে মশার উপদ্রব থেকে সহজেই রেহাই পাওয়া যেতে পারে। এ সময় উপস্থিত ছিলেন, মজিবর মাস্টার সাবেক আহবায়ক সদস্য টঙ্গী পূর্ব থানা বিএনপি, সোহেল চৌধুরী সাবেক আহবায়ক সদস্য টঙ্গী পূর্ব থানা বিএনপি, মিরাজ মিয়া যুগ্ম সম্পাদক টঙ্গী পূর্ব থানা বিএনপি, বাবুল মিয়া সাবেক সাংগঠনিক সম্পাদক ৪৯নং ওয়ার্ড টঙ্গী পূর্ব থানা বিএনপি, শাজাহান মিয়া সিনিয়র যুগ্ম সম্পাদক ৪৯ নং ওয়ার্ড বিএনপি, আলাউদ্দিন মিয়া মহানগর যুবদল এর সাবেক সদস্য, মনসুর মিয়া ২নং ইউনিট কমিটির সাধারণ সম্পাদক টঙ্গী পূর্ব থানা বিএনপি, জলিল মিয়া আহবায়ক সদস্য টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল, জিয়া উদ্দিন,মোজাম্মেল, হারুন, হালিম, স্বপন চৌধুরী, হিরা মিয়া, আনোয়ার হোসেন স্বপন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com