বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

কালীগঞ্জে বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

গাজীপুরের কালীগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউসার মাহমুদ ওরফে লাল মিয়ার(৪৩) উপর সন্ত্রাসী হামলা হয়েছে। সেই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) কালীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অংঙ্গ সংগঠনের উদ্যোগে ওই ওয়ার্ডের চৈতারপাড়া গ্রামে এ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা সাদেক শেখের সভাপতিত্বে ও যুবদল নেতা মোজাহিদুল ইসলাম রাসেলের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শফিকুল ইসলাম, আমজাদ হোসেন, মোক্তার হোসেন, শ্রমিকদল নেতা ইমান আলী, যুবদল নেতা জিতু মিয়া, ছাত্রদল নেতা স্বপন মির্জা, ওয়াসিমুল ইসলাম, কাশেম মির্জা প্রমুখ। বক্তারা বলেন, গত ১২ নভেম্বর পৌরসভার দেওপাড়া ফেরীঘাট এলাকায় সস্ত্রাসী সাইফুলের নেতৃত্বে বিএনপি নেতা লাল মিয়ার উপর সন্ত্রাসী হামলা হয়। এ সময় লাল মিয়ার মৃত্যু নিশ্চিত হয়েছে ভেবে হামলাকারীরা রাস্তায় ফেলে চলে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এ ঘটনায় সন্ত্রাসী সাইফুলসহ ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেন। এ সময় কালীগঞ্জ পৌর, ৯নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, এ ঘটনায় হামলার শিকার লাল মিয়ার স্ত্রী রাশিদা আক্তার বাদী হয়ে গত ১৫ নভেম্বর কালীগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। এতে সাইফুলকে প্রধান করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে অভিযুক্ত করা হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা (নং-২১) হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com