বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

মানিকগঞ্জ নিরাপদ খাদ্যের জন্য কৃষিপ্রতিবেশ চর্চা বৃদ্ধির সংলাপ

মোঃ তজুমুদ্দিন মানিকগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

প্রাকৃতিক উৎস সুরক্ষা করি, নিরাপদ খাদ্য নিশ্চিত করি” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা বারসিক কমিউনিটি পর্যায়ের কৃষক কৃষাণী, সুশীল সমাজের প্রতিনিধিসহ সাংস্কৃতিক কর্মীদের সাথে বুধবার মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দিনব্যাপী বহুত্ববাদী সমাজ বিনির্মানে প্রাণবৈচিত্র্য নির্ভর কৃষি প্রতিবেশ চর্চায় নিরাপদ খাদ্য বিষয়ক সংলাপ অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত সংলাপ ও মতবিনিময় সভায় কৃষক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রবীআহ নূর আহমেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম সামিউল আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর রহমান। বারসিক প্রকল্প কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক কর্মসূচি সমন্বয়কারী মাসুদুর রহমান। এছাড়াও কমিউনিটি পর্যায় থেকে আরও আলোচনা করেন জেলা কৃষি উন্নয়ন কমিটির সভাপতি মোঃ করম আলী মাস্টার, কৃষক মোঃ ইব্রাহিম মিয়া, কৃষাণী হাজেরা বেগম, কৃষক গবেষক মোঃ মাসুদ বিশ্বাস। বারসিক এর কার্যক্রম অবহিত করেন বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার, মো. শাহিনুর রহমান প্রমুখ। বক্তারা বলেন বৈচিত্র্য সুরক্ষায় নিরাপদ খাদ্য, সবুজ সংহতি ও বহুত্ববাদী সমাজ বিনির্মানে সবাইকে একসাথে কাজ করতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে হলে প্লাস্টিক বর্জ্য ত্যাগ, সকল প্রকার দুষন বন্ধ করতে প্রত্যয় তৈরিতে যুব সমাজসহ সবাইকে জাগিয়ে তুলতে সাহায্য করতে হবে। উদ্বোধনী পর্বে শত ধরনের চাষকৃত উদ্ভিদ ও দেশী বীজের সমাহার প্রদর্শন হয়। তারপর গ্রামীণ শিল্পী সংস্থার পরিবেশনায় লোকজ গান অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com