বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

সাতক্ষীরায় ৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

রবিউল ইসলাম সাতক্ষীরা
  • আপডেট সময় বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

সরকারি চাকরিতে দশম গ্রেড প্রদান ও দীর্ঘ ১৪ বছর বন্ধ থাকা নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালুসহ ছয় দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার (২০ নভেম্বর) সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের আহবানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তাদের অন্যান্য দাবিগুলো হলো, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মেডিকেল টেকনোলজিস্টদের জন্য পৃথক পরিদপ্তর স্থাপন, বিএসসি ও এমএসসি কোর্স চালুসহ স্কলারশিপ ও প্রশিক্ষণ ভাতা চালুকরণ, পেশাগত দক্ষতা ও উন্নয়ন নিশ্চিতে টেকনোলজি কাউন্সিল প্রতিষ্ঠা এবং বেসরকারি খাতে কর্মরত টেকনোলজিস্টদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, চিকিৎসা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও মেডিকেল টেকনোলজিস্টরা দীর্ঘদিন ধরে অবহেলিত। সরকারি হাসপাতালে টেকনোলজিস্টদের জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টিতে উদাসীনতা, পদোন্নতি ও বদলির সুযোগ না থাকায় মেডিকেল টেকনোলজিস্টরা কর্মজীবনে উৎসাহ হারাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী, একজন চিকিৎসকের বিপরীতে পাঁচজন টেকনোলজিস্ট থাকা উচিত। অথচ বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় টেকনোলজিস্টদের কেবল এক শতাংশ আছে। এতে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে, রোগীরা কাঙ্খিত সেবা পাচ্ছে না। মানববন্ধন থেকে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারী উচ্চারণ করা হয়।মানববন্ধনে স্থানীয় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষার্থীসহ পেশাজীবীরা একাত্মতা প্রকাশ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com