বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

মানিকগঞ্জে প্রাণিজ খাদ্য সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

মাছ, মাংস, ডিম, দুধ সহ প্রাণিজ খাদ্য নিয়ন্ত্রণে রাখতে মানিকগঞ্জে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বুধবার সরকারি সমন্বিত অফিস ভবনের মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রাণিসম্পদ বিভাগ, মৎস্য বিভাগ, কৃষি বিভাগ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন কর্মকর্তা, নিরাপদ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় কৃষক, মৎসজীবী ও প্রাণিসম্পদের শতাধিক খামারি উপস্থিত ছিলেন। সভায় কৃষক, মৎস্যজীবি, ডিম উৎপাদনকারী ও মাংস উৎপাদনকারী খামারিদের প্রাণিজ খাদ্যের উৎপাদন বাড়াতে নানান পরামর্শ দেয়া হয়। এছাড়া প্রাণিজ খাদ্যের বাজার নিয়ন্ত্রণে স্টেক হোল্ডারদের আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, আসন্ন রোজা কে সামনে রেখে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ সব ধরনের পণ্যের সরবরাহ ঠিক রাখতে এখন থেকেই কাজ করা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com