বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা

দাউদকান্দি ও তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে স্মরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলামের সভাপতিত্বে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান, মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসিন, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুনায়েত চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন প্রমূখ। স্মরণসভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের মাঝে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ছাত্র সমন্বয়ক সাইফুল ও আতিক ইসলাম শান্তসহ আরো অনেকই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com