মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান সন্দ্বীপে ৫০ বছরের মধ্যেও নিরাপদ যোগাযোগ গড়ে না ওঠা লজ্জার হাসিনা জোর করে রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন: রিজভী ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান মির্জা আব্বাসের নতুন বছরের শুরুতেই ইউরোপে পোশাক রপ্তানিতে চমক প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং সেবা নেবে অসকার বাংলা কোম্পানি ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ২৫তম সভা সেনাবাহিনী জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান বাংলাদেশ থেকে অর্থপাচার তদন্ত নিয়ে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার অপচেষ্টা ‘তামিম একেবারে মৃত্যুর দরজায় ছিলেন’

অন্তর্র্বতীকালীন সরকারকে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে -আমান

শামীম আহম্মেদ (কেরানীগঞ্জ) ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, অন্তর্র্বতীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার ঘটিত হবে তাতে জনগনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। নির্বাচন সংস্কার কমিশন স্থায়ীভাবে তত্ত্ববাধয়ক সরকার পদ্ধতির ব্যবস্থা করবেন। তাতে প্রতি সংসদ নির্বাচন এই তত্ত্ববাধয়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, দীর্ঘ ১৬ বছর তারেক রহমানের নেতৃত্বে দেশে আন্দোলন হয়েছে। এ আন্দোলনে অনেক নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আবার অনেকে জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। অবশেষে ছাত্র-জনতার আন্দোলনে আমরা নতুন দেশ পেয়েছি। মাথা পালিয়েছে কিন্তু লেজ পালায়নি। তাই দেশের অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে দেশে অরাজগতা। এদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণ ঠিক থাকলে সবকিছু ঠিক থাকবে। আগের মতো আর ভোট হবে না। এখন সবাই নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারবেন। ক্ষমতার মালিক আল্লাহর পরে জনগণই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রী কলেজের স্মৃতিচারণ করতে গিয়ে আমান উল্লাহ আমান আরো বলেন, এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তারেক রহমান। পরে ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কলেজ ভবন উদ্বোধন করেন। বিএনপি ক্ষমতায় আসলে কেরানীগঞ্জকে মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে এবং এই কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে ইনশাল্লাহ। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের আয়োজনে নবীন বরণ -২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন। বিদ্যাপিটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আলম তালুকদার এর সভাপতিত্বে এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মতিউর রহমান, গর্ভনিং কমিটির অন্যতম সদস্য হেলাল উদ্দিন। কেরাণীগঞ্জ মডেল থানা বিএনপির সহসভাপতি মো. নাজিম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি ওয়ালিউল্লা সেলিম, হযরতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান টুলু মেম্বার প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com