আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোরহানউদ্দিন কিংস
বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। গত বুধবার বিকেলে বোরহানউদ্দিন উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ফাইনালে বোরহানউদ্দিন টাইগার্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বোরহানউদ্দিন কিংস। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দৈনিক খবরপত্র পত্রিকার প্রধান সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা। আয়োজক কমিটির সভাপতি ইসরাত জাহান বনি ও সম্পাদক আতিফ আসলাম রুবেল জানান, টুর্নামেন্টে অংশ নেয় বোরহানউদ্দিন প্যানথার্স, বোরহানউদ্দিন কিংস, বোরহানউদ্দিন ওয়ারিয়র্স ও বোরহানউদ্দিন টাইটান্স। গত বুধবার উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে মুখোমুখি হয় বোরহানউদ্দিন টাইগার্স বনাম বোরহানউদ্দিন কিংস। ফাইনালে নির্ধারিত ৫০ মিনিটের খেলায় হাড্ডা-হাড্ডি লড়াইয়ের পরও গোলশূন্য থাকে। তখন খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে জয় নিশ্চিত করে বোরহানউদ্দিন কিংস। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন খবর পত্রের প্রধান সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খাঁন, সদস্য সচিব কাজী মো. আজম, পৌর বিএনপির সম্পাদক মনিরুজ্জামান কবির, উপজেলা যুবদলের আহবায়ক সিহাব হাং, সদস্য সচিব জসিম খাঁন, উপজেলা ছাত্রদল আহবায়ক দানিস চৌধুরী, সদস্য সচিব তানজিল হাং পৌর যুবদল আহবায়ক হেলাল মুন্সি, পৌর ছাত্রদল সভাপতি শাকিল মাতাব্বর, সম্পাদক হাসিবুর রহমান ফাহিমসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।