রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন

টাঙ্গাইল জেলা ঠিকাদার এসোসিয়েশনের মতবনিময় সভা

স্টাফ রিপোর্টার টাঙ্গাইল
  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

টাঙ্গাইল জেলা ঠিকাদার এসোসিয়েশন এর মতবনিময় সভা অুনষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গাইল ােপ্রসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আলহাজ¦ ইঞ্জিনিয়ারিং এন্ড কোং এর সত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মেসার্স রুপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ভিপি নুরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন, ফ্রেন্ডস কন্সট্রাকশনের স্বত্বাধিকারী সহিদুর রহমান খান শাহীন, বিশিষ্ট ঠিকাদার হুমায়ুন চেীধুরী, রেজাউল করিম ফরিদ, সহিদুর রহমান. বুলবুল আহমেদ, আসলাম মিয়া, ফরিদ তালুকদার, সহিদুল ইসলাম, মাসুদ কবির, নজরুল ইসলাম, আইয়ুব আলী প্রমুখ। মতবনিময় সভায় জেলার বিভিন্ন সরকারী দপ্তরের শতাধিক ঠিকাদার উপস্থিত ছিলেন। তারা জেলার উন্নয়নে ঠিকাদার এসোসিয়েশনের কমিটি গঠনের জন্যে নীতিগত সিদ্ধান্তে উপনিত হন। এ সময় ঠিকাদাররা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের গত ১৫ বছর দলীয় ক্যাডার ও সন্ত্রাসীদের মাধ্যমে ঠিকাদার এসোসিয়েশন পরিচালিত হয়। এতে সাধারন ঠিকাদাররা নির্যাতিত ও হয়রানীর শিকার হন। অনেক ঠিকাদার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দেউলিয়া হয়ে যান। অপরদিকে ঠিকাদার এসোসিয়েশনের নাম ভাঙ্গিয়ে আওয়ামী লীগের নেতারা শত শত কোটি টাকার টেন্ডার বাণিজ্য করেছে। এই অবস্থা থেকে বর্তমানে ঠিকাদাররা সাময়িক রেহাই পেয়েছে। এখন যতদ্রুত সম্ভব একটি কমিটি গঠনের মাধ্যমে ঠিকাদার এসোসিয়েশনের কাজ শুরু করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com