বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, চাঁদাবাজী, ঝুট ব্যবসা সহ অন্যায় কাজের খবর পেলে আমাকে জানান। প্রথম বা দ্বিতীয় প্রতিবাদ আমার কানে না আসলেও তৃতীয় প্রতিবাদ অবশ্যই আমার কানে পৌছবে। তখন শুধু সাংগঠনিক ব্যবস্থা নয় প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। শুক্রবার(২৯ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত ধারাবাহিকভাবে গাজীপুর মহানগরীর ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডে গুচ্ছ কর্মসূচি উপলক্ষে তিনটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে গাজীপুর মহানগরীর ৫৪, ৫৫ ও ৫১ নং ওয়ার্ডে গুচ্ছ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, তারেক রহমান বলেছেন, আমাদের সকল কার্যক্রম এমনভাবে করতে হবে যেন, বিএনপির প্রতি জনগনের আস্থা বৃদ্ধি পায়। বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রকৃত গণতন্ত্রের প্রতি জনগনের আস্থা নিশ্চিত করতে পারে। তিনি আরো বলেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রেতাত্মা এখনো গণতন্ত্র উত্তরণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশবাসীকে গণতন্ত্র রক্ষায় সতর্ক ও সজাগ থাকতে হবে। বিএনপিকে ঐক্যবদ্ধভাবে যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে। স্থানীয় বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম খন্দকার, আলম মাস্টার, জয়নাল আবেদিন, হাজি আমিনুল ইসলাম, সরবেশ আলী, আবুল কাউসার, অধ্যাপক শরিফুল ইসলাম, মেজবাহ সেলিম ও মিডিয়া সমন্বয়কারী মাফিকুর রহমান সেলিম প্রমূখ।