রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন

বিপিএল থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

আসন্ন ১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশিত হয়েছে। গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিপিএল-এর থিম সং প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ, বিপিএল গর্ভনিং কাউন্সিল সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিমসহ বিসিবি-এর অন্য কর্মকর্তারা।
থিম সং-এর শিরোনাম দেয়া হয়েছে ‘আবার এলো বিপিএল’। পরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, এ গানের কিছু লাইন লিখেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিপিএলের থিম সং-এ কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র‌্যাপার হান্নান হোসাইন শিমুল।
অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, ‘আমি যখন স্যারকে (ড. ইউনূস) বলি, স্যার, আপনি তো অলিম্পিকসহ অনেক অনেক বড় ইভেন্টের ডিজাইনে পরামর্শ দিয়ে থাকেন, আমাদেরও যদি একটু সহায়তা করেন। আমি তখন আশা করিনি যে স্যার ব্যক্তিগতভাবে এতটা সম্পৃক্ত হয়ে যাবেন। স্যার স্যারের টিমকে নিয়ে আমার চেয়েও বেশি সম্পৃক্ত ছিলেন। এমনকি স্যার থিম সং-এর কয়েকটি লাইন নিজে লিখে দিয়েছেন।’ থিম সং-এর পাশাপাশি বিপিএলের থিম গ্রাফিতিতেও ফুটে উঠবে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ছবি। আন্দোলনের সময় ছাত্রছাত্রীরা সড়কে, দেয়ালে যেসব গ্রাফিতি এঁকেছিলেন, একাদশ বিপিএলের থিম নেয়া হয়েছে সেখান থেকে। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের বিপিএল আসর।
সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com