রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:২৯ অপরাহ্ন

ভারতের মিডিয়া গুলো শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে-স্বরাষ্ট্র উপদেষ্টা

সোহেল কিরণ নারায়ণগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভারতের মিডিয়া গুলো বাংলাদেশ নিয়ে শুধুই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিশ্বের অন্য কোন মিডিয়ায় তেমন প্রভাব ফেলছে না। তাছাড়া সীমা?ন্তে ঐ ধর?নের উত্তেজনা নেই। সীমান্তে অন্যান?্য সম?য়ের মত একই অবস্থা চল?ছে। বৃহস্পতিবার (৫-ডিসেম্বর) সকালে পূর্বাচল উপশহরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, স্বেচ্ছাসেবকরা দিনরাত মানব সেবায় নিয়োজিত। তারা বিনা পয়সায় জনগণের সেবা করে যাচ্ছে। প্রতিটা সময়ই তারা যেখানেই যে কোন ধরনের দুর্ঘটনা ঘটে হোক সেটা অগ্নি দুর্ঘটনা বা অন্য যেকোনো দুর্ঘটনায় তারা কিন্তু এগিয়ে আসে। সাভারের রানা প্লাজা ধ্বস, চট্টগ্রামের ডিপোর ভয়াবহ অগ্নি দুর্ঘটনা সহ দেশের বড় বড় দুর্ঘটনায় ফায়ার সার্ভিস এর কর্মীদের সাথে স্বেচ্ছাসেবকরা কাঁধে কাঁধ মিলিয়ে অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ জাহিদ কামাল। এসময় স্বেচ্ছাসেবকদের মাঝে যারা ভালো কাজ করেছে তাদের পুরস্কৃত তুলে দেয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com