বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

নভেম্বরের মাসসেরার লড়াইয়ে শারমিন আক্তার

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা। আইরিশ মেয়েদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি সর্বোচ্চ রান সংগ্রহ করেন। আর এতেই আইসিসির নভেম্বর মাসে মেয়েদের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন টাইগ্রেস এই ব্যাটার।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে পুরুষ ও নারী দুই বিভাগের নভেম্বর মাসের সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সেখানে মাস সেরার এই দৌড়ে সুপ্তার সঙ্গে লড়াই করছেন দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক ও ইংলিশ ক্রিকেটার ড্যানি ওয়েট-হজ। আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে নভেম্বরে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে সুপ্তার সংগ্রহ ১৩৯ রান। গড় ৬৯.৫০, স্ট্রাইক রেট ৯১.৪৪। প্রথম ম্যাচে মাত্র ৪ রানের জন্য শতক হাতছাড়া হয় সুপ্তার। তার ৯৬ রানে ভর করে বাংলাদেশ করে ২৫২ রান। পরের ম্যাচে রান তাড়ায় নেমে সুপ্তা করেন ৪৩ রান। সিরিজের তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে দারুণ ঝলক দেখান তিনি। তবে ম্যাচটি ডিসেম্বরের ২ তারিখে অনুষ্ঠিত হওয়ায় ৭২ রানের ইনিংসটি থাকে হিসাবের বাইরে।
নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৬৩.২১ গড়ে ১৪২ রান করেন ইংল্যান্ডের ড্যানি ওয়েট। একই সিরিজে ৪ উইকেট নিয়ে ৮০ রান করে জ্যোতি ছড়ান দক্ষিণ আফ্রিকার ২৪ বছর বয়সী অলরাউন্ডার ডি ক্লার্কও।
আইসিসির পুরুষ বিভাগে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের হারিস রউফ, ভারতের জাসপ্রিত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com