বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

ড. ইউনূসকে নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য, বিজেপি নেতার বিরুদ্ধে মামলা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতন নিয়ে ভারতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিদ্বেষমূলক বক্তব্য দেয়ার অভিযোগে কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ। এর আগে মুসলিমদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দেয়ায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। ঈশ্বরাপ্পা কর্ণাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপির বহিষ্কৃত একজন নেতা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের হিন্দু হিতরক্ষান সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক সমাবেশে ঈশ্বরাপ্পা ঘৃণামূলক ওই বক্তব্য দেন। পাশাপাশি তিনি সমালোচনা করেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের।
সেই বক্তৃতার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে (তবে আনন্দবাজার অনলাইন ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি)। এরপরই তার নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে। তার আগে লোকসভা আসনে বিদ্রোহী প্রার্থী চলতি বছরের গোড়ায় বিজেপি ঈশ্বরাপ্পাকে ৬ বছরের জন্য দল বহিষ্কার করে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, কর্ণাটকের শিবমোগা শহরের পুলিশ ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। চলতি বছরের শুরুতে শিবমোগা লোকসভা আসন থেকে বিজেপির বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ৩০,০০০ ভোটও পেয়েছিলেন। এর মধ্যে গত ১৬ নভেম্বর এই নেতার বিরুদ্ধে মুসলিমদের হুমকি দেয়া এবং উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে মামলা দায়ের করা হয়।
প্রসঙ্গত, ইয়েদুরাপ্পার জেলা শিবমোগ্গার প্রভাবশালী লিঙ্গায়েত নেতা ঈশ্বরাপ্পা ২০২২ সালের গোড়ায় দুর্নীতি এবং এক ঠিকাদারকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত হয়েছিলেন। তার জেরে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে বাধ্য হন। এরপর বিধানসভা ভোটেও টিকিট পাননি তিনি। তার ছেলে কান্তেশকেও মনোনয়ন দেয়া হয়নি। সে সময় জল্পনা তৈরি হয়েছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার এবং আর এক প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লক্ষ্মণ সড়াভীর মতো ঈশ্বরও কংগ্রেসে যোগ দেবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
সে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ফোন করে ঈশ্বরাপ্পাকে ধন্যবাদ জানিয়েছিলেন। এর পর চলতি বছরের লোকসভা ভোটে হাভেরী আসনটি ছেলের জন্য চেয়েও ব্যর্থ হন ঈশ্বরাপ্পা। প্রতিবাদে বিজেপি ছেড়ে নির্দল প্রার্থী শিবমোগ্গা লোকসভা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার পুত্র রাঘবেন্দ্রের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। কিন্তু জিততে পারেননি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com