বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

অ্যাডিলেডে ভারতকে উড়িয়ে দিলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

অ্যাডিলেডে ভারতকে পাত্তাই দিলো না অস্ট্রেলিয়া। দিবা-রাত্রির গোলাপি বলের টেস্টে রীতিমতো উড়িয়ে দিয়েছে সফরকারীদের। প্রথম টেস্টে হারের বদলা খুব ভালো করেই নিয়েছে, একইসাথে সিরিজে ফিরিয়েছে সমতা।
পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্র্রফিতে প্রথম ম্যাচে হেরে যায় অজিরা। তবে দ্বিতীয় টেস্টে রোববার ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। তৃতীয় দিনে রোববার মাত্র ২০ বলেই ১৯ রানের লক্ষ্য টপকে যায় অজিরা।
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনেই জয়ের সুভাস পাচ্ছিল অস্ট্রেলিয়া। ১৫৭ রানের লিড ভাঙতে গিয়ে অজিদের পেস-ত্রয়ীর তোপে ১২৮ রানে ৫ উইকেট হারিয়ে শনিবার দ্বিতীয় দিন শেষে করে ভারত। তৃতীয় দিনে স্কোরবোর্ডে মাত্র ৪৭ রান যোগ করতেই বাকি পাঁচ ব্যাটারকে হারায় ভারত। মাত্র এক ঘণ্টায় গুটিয়ে যায় ১৭৫ রানে। লিড ভাঙার পর মাত্র ১৯ রানের লক্ষ্য দিতে পারে অজিদের সামনে। এদিন দিনের প্রথম বলেই রিশাভ পান্তকে ফেরান স্টার্ক। ৩১ বলে ২৮ রান করে আউট হন তিনি। রবীচন্দ্রন অশ্বিনকে ৭ রানের বেশি করতে দেননি প্যাট কামিন্স। হার্ষিত রানাকেও (০) ফেরান অজি অধিনায়ক।
ভারতের হয়ে সর্বোচ্চ রান করা নিতীশ কুমার রেড্ডি ফেরেন লিড ভেঙে দিয়ে। তিনিও কামিন্সের শিকার হন ৪৭ বলে ৪২ করে। এরপর ৮ বলে ৭ রান করা মোহাম্মদ সিরাজকে আউট করেন বোল্যান্ড। আর তাতেই শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। প্যাট কামিন্স ৫, স্কট বোল্যান্ড ৩ ও মিচেল স্টার্ক নেন জোড়া উইকেট।
=লক্ষ্য তাড়ায় নেমে দুই ওপেনার ম্যাকসুয়েনে ও ওসমান খাজা মাত্র ২০ বলেই খেলা শেষ করে দেন। ম্যাকসুয়েনে ১২ বলে ১০ এবং উসমান খাজা ৮ বলে ৯ রান করে অপরাজিত থাকেন। অ্যাডিলেডে টসে জিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে মাত্র ১৮০ রানে গুটিয়ে যায় ভারত। মিচেল স্টার্ক করেন ক্যারিয়ার সেরা বোলিং, নেন ৪৮ রানে ৬ উইকেট। জবাবে ট্রাভিস হেডের ১৪১ বলে ১৪০ রানের ইনিংসে ভর করে অজিরা তুলে ৩৩৭ রান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com