‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা:গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে আজ কিশোরগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে। ফেস্টুন উড়ানো, মানববন্ধন ও আলোচনা সভার মধ্যে দিয়ে জেলায় দিবসটি পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন আয়েজিত কর্মসূচির মধ্যে সকাল ৮টায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে প্রধান সড়কে আয়োজিত মানব বন্ধনে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক ফৌজিয়া খান। বিশেষ অতিথি পুলিশ সুপার মো হাছান চৌধুরী, কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ-পরিচালক মো ইকবাল হোসেন, সিভিল সার্জন ডা: সাইফুল ইসলাম প্রমুখ।