ফরিদপুরের নগরকান্দায় আন্তর্জাতিক নারী নির্যাতন ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। নারী- কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি এ প্রতিপাদ্যেকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। সোমবার সকাল ১১ টায় নগরকান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ। এসময় বক্তব্য রাখেন উপজেলা পাট কর্মকর্তা আব্দুস সালাম, রোজিনা আক্তার রোজী, ফারজানা খন্দকার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন, নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে অবশ্যই বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।
এ ছাড়া দেশ ও নারীদের আতœসামাজিক উন্নয়নে বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, জয়ীতারাই নারীদের উন্নয়নে কাজ করবে। আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনে ৫ টি ক্যাটাগড়িতে নাহিদা পারভিন, ফারজানা খন্দকার, রাশিদা বেগম, চাদনী আক্তার এবং শিরিয়া বেগম নামের ৫ জনকে শ্রেষ্ঠ জয়ীতার সম্মাননা প্রদান করা হয়।