বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন

সিংড়ায় বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ

সামাউন আলী (সিংড়া) নাটোর
  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

নাটোরের সিংড়া উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বেরো ধানের হাইব্রিড জাতের বীজ ও শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়। সিংড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২ঘটিকায় উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলার ১ হাজার ৯০০ জন কৃষকের মাঝে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ও ৪০০ জনের মাঝে শীতকালীন শাক-সবজি বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ সভাপতিত্বে বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন। এসময় সিংড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মাহমুদুল হাসান, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস.এম রাজু আহমেদ সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com