শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
উলিপুরে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ বিষয়ক ক্যাম্পেইন কালীগঞ্জে বিআইডব্লিউটিএ’র কাজ ও শীতলক্ষ্যা পরিদর্শনে ইউএনও ফ্যাসিবাদের পক্ষে বলার অভিযোগে ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ শ্রীমঙ্গলে মরহুম ছাত্রদল নেতা আইয়ুব-উর রহমান স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কয়রায় বিআরডিবি ইউরেসপো প্রকল্পের ম্যানেজার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন নেত্রকোনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ কাপাসিয়ায় রেজাউল হক ওয়েলফেয়ার ট্রাস্টের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে সুধী সমাবেশ বাউর কাপন সরকারি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় মানবিক ডা. আসাদুজ্জামান রায়গঞ্জে খেজুর রস থেকে পাটালি ও লালি গুড় তৈরির ধুম

নওগাঁয় ৭ হাজার ৬৩৫ হেক্টর জমিতে ভূট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

চলতি রবি ২০২৪-২৫ মৌসুমে নওগাঁয় ৭৬৩৫ সেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগের তথ্য মোতাবেক গত বুধবার পর্যন্ত জেলায় ৫২৫০ হেক্টর জমিতে ভূট্টা চাষ সম্পন্ন হয়েছে যা লক্ষ্যমাত্রার শতকরা ৬৯ ভাগ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, মৎস্য ও গবাদি পশুদের খাদ্য বর্তমানে ভুট্টা ব্যবহৃত হওয়ার ফলে জেলায় ভুট্টা চাষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ভুট্টার গাছ জ্বালানি হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
চলতি উল্লেখিত পরিমাণ জমি থেকে ৯৩,৩০০ মেট্রিক টন ভুট্টা উৎপাদিত হবে বলে কৃষির বিভাগ প্রত্যাশা করছে। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে উপজেলা ভিত্তিক ভুট্টা চাষের জমির পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২২০ হেক্টর, রানীনগর উপজেলায় ৮৩০ হেক্টর, আত্রাই উপজেলায় ৪৭২৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ১৪০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ৩১৫ হেক্টর, পতœীতলা উপজেলায় ৪০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৩৫০ হেক্টর, সাপাহার উপজেলায় ৭৫ হেক্টর, পোরশা উপজেলায় ৩৮৫ হেক্টর, মান্দা উপজেলায় ৫১৫ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৪০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।
এদিকে ভুট্টা চাষে উৎসাহিত করতে জেলার ১৩০০ জন প্রান্তিক ভুূট্টা চাষীকে প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। প্রত্যেক চাষীকে এক বিঘা জমির বিপরীতে ৭০০ টাকা মূল্যের ২ কেজি বীজ, ৪২০ কেজি মূল্যের ২০ কেজি ডিএপি সার এবং ২০০ টাকা মূল্যের ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেয়া হয়েছে। জেলায় মোট প্রণোদনা দেয়া বীজ ও সারের মূল্য ১৭ লক্ষ ১৬ হাজার টাকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com