বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

লালমোহনে পাঁচশত হতদরিদ্র পরিবারকে শীতকালীন সামগ্রী উপহার

লালমোহন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

ভোলার লালমোহন উপজেলায় পাঁচশত সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র পরিবারকে শীতকালীন বিভিন্ন সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুসলিম এইডইউকে-এর আর্থিক সহায়তায় ‘শীত আক্রান্ত বিপদাপন্ন মানুষকে সহায়তা কর্মসূচি’র আওতায় শীতকালীন এসব সামগ্রী উপহার হিসেবে প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’। যার মধ্যে ছিল- ১টি কম্বল, ৪টি সুয়েটার, ৪টি মাঙ্কি ক্যাপ, ৪ জোড়া মোজা, ১টি প্রেট্রোলিয়াম জেলি এবং ১টি ব্যাগ। এসব শীতকালীন উপহার সামগ্রীর সুফলভোগ করবেন ওই পাঁচশত পরিবারের অন্তত ২ হাজার ২৫০জন সদস্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উদ্দীপন শীতের প্রকোপ থেকে দরিদ্র মানুষকে সুরক্ষা দিতে একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের সব সেক্টর থেকে বিপদগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এছাড়া মানবিক সহায়তার পাশাপাশি মানুষের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্যও বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোকে আরো বেশি কাজ করতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের প্রধান কার্যালয়ের উইন্টার প্রকল্পের উপ-ব্যবস্থাপক ও ফোকাল পার্সন রওশন জান্নাত রুশনীর সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, উদ্দীপনের প্রধান কার্যালয়ের সামাজিক উন্নয়ন কর্মসূচির কমিউনিটি রিলেশন কর্মকর্তা ফাহমিদা আফরোজ, চরফ্যাশন অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ফারুক হোসেন খান, ভোলা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. হাসিবুর রহমানসহ সংস্থাটির চরফ্যাশন ও ভোলা অঞ্চলের বিভিন্ন শাখার উদ্যেক্তা উন্নয়ন ব্যবস্থাপক, এফসিও এবং হিসাব রক্ষকগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com