বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

সাংবাদিকদের স্বাধীনতায় সরকার এক ইঞ্চিও আটকাবে না: প্রেস সচিব

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকার সাংবাদিকদের স্বাধীনতায় বিন্দু পরিমাণও বাধা দেবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘‘এরকম স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে আর হয়নি।’’
গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘‘অন্তর্র্বতী সরকারের কাজ হচ্ছে ফ্রিডম অব প্রেস ও স্পিচ নিশ্চিত করা। কারো স্বাধীনতায় আমরা এক ইঞ্চি আটকাব না। এরকম স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে আর হয়নি।’’
তিনি বলেন, ‘‘কেউ বলতে পারবে না কাউকে আমরা একটা নিউজের ক্ষেত্রে মাথা ঘামিয়েছি। অনেকে বলছেন আমাদের সময়ে মামলা হচ্ছে, কিন্তু গিয়ে দেখেন আমরা কেউ এর মধ্যে আছি কি না।’’ প্রেস সচিব বলেন, ‘‘জুলাইয়ের ১৪ তারিখ থেকে আগস্টের
৫ তারিখ পর্যন্ত একটা ভয়াবহ সময় পার করেছি। আমরা ট্রমার মধ্যে ছিলাম। মুখটাকে বন্ধ করতে যা ইচ্ছা তাই করেছে। অনেকে তাদের দালাল হিসেবে কাজ করেছে। সাংবাদিকতা করতে গিয়ে দালালি করেছেন। অনেক সাংবাদিক কিন্তু স্বৈরাচারের সঙ্গে তেলযুদ্ধে পারেননি। কম তেল হলেই আউট। ১৫টি বছর আমরা এভাবে কাটিয়েছি।’’
যারা মাঠে সংবাদ সংগ্রহের কাজ করেন তাদের পরিপূর্ণ সেফটি গিয়ার সরবরাহ করতে মালিক-কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান প্রেস সচিব। বলেন, ‘‘যারা সংবাদপত্র চালান তাদের একটা বড় দায় রয়েছে। মালিকপক্ষ সাংবাদিকদের সেফটি ইকুইপমেন্ট পর্যাপ্তভাবে দেন না। বৃষ্টিতে ভিজে, রিস্ক নিয়ে যিনি সংবাদ কাভার করেন, সে রিস্ক কেউ নেয় না। কোনো প্রতিবেদককে যেন সেফটি গিয়ার বাদে সংবাদ কাভার করতে না হয়। বাংলাদেশের সবাই যেন প্রত্যেকটা ঘটনা রিস্ক ফ্রি ওয়েতে কাভার করেন।’’
সরকার এই দেশকে সাংবাদিকদের জন্য নিরাপদ হিসেবে গড়ে তুলতে চায় বলেও জানান প্রেস সচিব। বলেন, ‘‘এমন বাংলাদেশ চাই যেখানে কোনো গণমাধ্যমকর্মী যাতে আহত না হন।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com