বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন

কেশবপুরে শিশু উন্নয়ন প্রকল্পের ৩টি কেন্দ্রে বার্ষিক পুরস্কার বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

কেশবপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বালিয়াডাঙ্গা বিডি-০৩৪৩, জাহানপুর বিডি-০৩২৯ ও ভেরচী বিডি -০৩০৮ এর বার্ষিক পুরস্কার বিতরণ ও সংস্কৃতি অনুষ্ঠান স্ব-স্ব সব প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আগাপে এর পরিচালনায় ও ক্যাম্পাসন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে প্রকল্পের শিশুদের ১৭ ডিসেম্বর সকালে শিশুদের মাঝে বাৎসরিক পুরস্কার হিসেবে কম্বল, জ্যাকেট ও চাঁদর বিতরণ করা হয়েছে। আগাপে এর পরিচালক জয় বাহাদুর ত্রিপুরার সভাপতিত্বে ও শংকর কুমার দাসের সঞ্চালনায় বালিয়াডাঙ্গায় প্রকল্প কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন ও কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী নির্মলেন্দু সরকার, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও শিশু সুরক্ষা কমিটির সদস্য এস আর সাঈদ, মহিলা মেম্বার ও শিশু সুরক্ষা কমিটির সদস্য নাজমা সুলতানা, পালক স্টিফেন বিশ্বাস, এলসিসি ম্যানেজার জাবের বিশ্বাস, সেন্ট্রাল ম্যানেজার (বিডি-০৩২৯) মৃদুল সরকার প্রমূখ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রখেন প্রকল্পের সেন্টার ম্যানেজার (বিডি-০৩৪৩) লিটন বেপারী। অনুষ্ঠানে প্রকল্পের শিশুদের অংশগ্রহণে সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে ১৮ ডিসেম্বর সকালে জাহানপুর বিডি- ০৩২৯ এর প্রকল্প কার্যালয় চত্বরে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আগাপের পরিচালক জয় বাহাদুর ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু। অপরদিকে ১৮ ডিসেম্বর দুপুরে ভেরচী বিডি -০৩০৮ এর প্রকল্প কার্যালয় চত্বরে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যবস্থাপক সুমন বেপারী। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com