বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

নতুন বছরে শাকিবের ধামাকা, ‘বরবাদ’ এর ফার্স্ট লুক প্রকাশ্যে

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমার দর্শন বদলে গেছে এখন। ছবির ধরন, গল্প, লোকেশন সবটাই যাচাই করে কাজে হাত দেন অভিনেতা। প্রিয়তমা, তুফান, দরদের পর এবার ভিন্ন আরেক ধামাকা নিয়ে এলেন শাকিব খান। আসছে তার ‘বরবাদ’। গত বুধবার (১৮ ডিসেম্বর) ‘বরবাদ’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘বরবাদ’র ফার্স্ট লুক প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে ছবিটির মোশন পোস্টার উন্মোচন করা হয়। পোস্টারে দেখা যায়, নিউ লুকে বিলাসবহুল রোলস রয়েস গাড়িতে সামনে অ্যাকশন মুডে বসে আছেন শাকিব। তার হাতে পিস্তল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত। তার আগে দেখা যায় শহরজুড়ে ধ্বংসজজ্ঞের আভাস। সবকিছু লন্ডভন্ড করে বেরিয়ে আসে আগুনে কু-লী।
চিত্রনায়কের ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে ফার্স্টলুকের মোশন পোস্টারটি। এ প্রসঙ্গে শাকিব বলেন, আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে এটা। একটা সময় বলেছিলাম, আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে, প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফান করেছি। এবার বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০ থেকে ২০০ কোটির ক্লাবেও যাবে। বর্তমানে ‘বরবাদ’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব। গেল ২০ অক্টোবর শুটিং শুরু হয়েছিল সিনেমাটির। ‘বরবাদ’র বেশির ভাগ শুটিং মুম্বাইতে হয়।
পোস্টারটি প্রকাশের পর থেকেই ব্যাপক উন্মাদনা লক্ষ করা যাচ্ছে সিনোমপ্রেমীদের মাঝে। কারণ ‘বরবাদ’ সিনেমা দিয়ে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন শাকিব খান ও ইধিকা পাল। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। এর আগে বলিউডের বিখ্যাত পরিচালক, প্রযোজক মহেশ ভাটকে দেখা গেছে ‘বরবাদ’ সিনেমার শুটিং সেটে। গত ২৪ অক্টোবর মুম্বাইয়ের একটি স্টুডিওতে শুটিং চলাকালে মহেশ ভাট উপস্থিত হয়েছিলেন। ‘বরবাদ’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। ২০২৫ সালের ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com