টঙ্গির ইজতেমা ময়দানে সাধারণ মুসল্লীদের ওপর সাদপন্থীদের সন্ত্রাসী কর্মকা-ের প্রতিবাদে এবং বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধের দাবিতে ভোলার লালমোহন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লালমোহন উপজেলা শাখার ব্যানারে পৌরশহরের চৌরাস্তার মোড়ে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এছাড়াও এ সময় কাকরাইল মারকাজ ও ইজতেমা ময়দানে সাদপন্থীদের অবাঞ্চিত ঘোষণার দাবি জানানো হয়। পরে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এরপর পৌরশহরের চৌরাস্তার মোড়ে পুনরায় সমবেত হয়ে সাদপন্থী সন্ত্রাসীদের হামলায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌরশহরের করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল আউয়াল। এছাড়া অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লালমোহন উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাশেম, সাধারণ সম্পাদক মুফতি আলী আজগর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমোহন উপজেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. জামাল উদ্দিনসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন।