বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম ::
ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে পূরণ হলো নড়াইল ও লোহাগড়াবাসীর স্বপ্ন লামায় সন্ত্রাসী কায়দায় জোর পূর্বক জমি দখল ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন বীরগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন ধর্মের শান্তির বাণী নিজেদের মধ্যে স্থাপন হলে বিভেদ দূর হবে সমাজে শান্তি প্রতিষ্ঠায় সকলকে অঙ্গীকারবদ্ধ হওয়া জরুরি: তারেক রহমান ভাঙ্গুড়ায় কনকনে শীতে ব্যুরো বাংলাদেশের ৫০০ কম্বল পেল অসহায়-দরিদ্ররা শেরপুরে ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ সুপারভাইজরি কমিটির ৭২তম সভা ইসলামী ব্যাংকের মেহেন্দিগঞ্জ উপশাখা উদ্বোধন বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের বার্ষিক মিলন মেলা

সন্ত্রাসী ও গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে জায়গা নেই : মির্জা ফখরুল

ইকবাল হোসেন:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সন্ত্রাসী ও গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে কখনো জায়গা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেয়া আছে, যারা সন্ত্রাসী ও গণহত্যার সাথে জড়িত ছিল তাদের কাউকেই বিএনপিতে নেয়া হবে না। কেউ যদি সে চেষ্টা করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, ‘দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা।’
তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষার একমাত্র উপায় সুষ্ঠু নির্বাচন। জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত সংসদই হতে পারে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র প্রতিষ্ঠান। জনগণের শাসনকে স্থাপন করতে হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এছাড়া আর অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। আমি জানি সকল প্রতিষ্ঠানগুলোতে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় তাহলে এটাই হবে সব থেকে বড় রক্ষাকবজ।’
উত্তরবঙ্গের শীতার্ত মানুষদের দ্রুত সহায়তার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপটা বেশি। সরকারিভাবে উত্তরবঙ্গের শীতের বরাদ্দ দ্রুত আসবে এমনটাই আশা ছিল। তবে এখনো যেহেতু আসেনি, তাই জেলা বিএনপি নিজস্ব অর্থায়নেই শীতার্তদের মাঝে কিছু কম্বল বিতরণ করেছে। তবে আশা করছি, অসহায় এসব মানুষ দ্রুত সরকারি সহযোগিতা পাবে।’ এ সময় জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দফতর সম্পাদক মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com