ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন(ক্যাপ) এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালিত হয় ক্যাপের প্রতিষ্ঠাবার্ষিকী। ক্যাপের আয়োজনের মধ্যে ছিল পথচারী ও দিনমজুর মানুষের মাঝে মাস্ক বিতরণ, বৃদ্ধাশ্রমে মায়েদের মাঝে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনাতামূলক ক্যাম্পেইনসহ তাদের সাথে আড্ডা ও খেলাধূলার আয়োজন এবং দুপুরের খাবার বিতরণ,চা চক্র এবং সবশেষে অনলাইনে কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হয় দিবসের কার্যক্রম। উপস্থিত ছিলেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃজসিম উদ্দীন, ক্যাপের কো- ফাউন্ডার মুসা করিম রিপন, ক্যাপের সেন্ট্রাল ট্রেজারার আবদুল্লাহ আল মাহাদী, ক্যাপ কুষ্টিয়া জোনের সভাপতি রিয়াদুস সালেহীন, সেক্রেটারি তাজমিন সুলতানা মিমি সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ। উল্লেখ্য, ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন(ক্যাপ) দুইটি ক্যান্সার নিয়ে কাজ করছে। স্তন ক্যান্সার এবং জরায়ুমুখের ক্যান্সার নিয়ে দেশের ৬ টি অঞ্চলে কাজ করছে ক্যাপ।