বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

উলিপুরে যুবদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

কুড়িগ্রামের উলিপুরে যুবদল নেতা আশরাফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌরাস্তা মোড়ে পথসভায় মিলিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলুর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুল রশিদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম হাবীব নয়ন, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন প্রমুখ। পথসভায় বক্তারা, যুবদল নেতা হত্যার ঘটনায় রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের গ্রুপকে দায়ী করা হয়। একই সঙ্গে দ্রুত পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের হত্যকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবী জানান। উল্লেখ্য, গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উলিপুর থানার গোল ঘরে নারী ঘটিত একটি বিষয় নিয়ে বৈঠক চলাকালে প্রতিপক্ষের মারধরের ঘটনায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের মৃত্যু হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের পিতা আয়নাল হক শনিবার (২৮ ডিসেম্বর) ২০জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এদিকে হত্যাকান্ড সংঘটিত হওয়ার দুইদিন পরেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেননি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com