ফরিদপুরের নগরকান্দার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি এবং শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘কন্যা সাহসিকা’ নামে নব-নির্মিত আধুনিক ওয়াশ ব্লকের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে মহেন্দ্র নারায়ণ একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাসুম বিল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার, সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিঞা, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সিনিয়র সহ- সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনসহ সাংবাদিক বৃন্দ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা বলেন, বয়ঃসন্ধিকালে আমাদের কন্যা কিশোরীরা যখন স্কুলে আসে, তখন মাসের একটি বিশেষ সময় স্কুলে এসে তারা বিব্রতবোধ করে। এ সময়টাতে ওরা যাতে সুস্থ ও সুন্দরভাবে অতিবাহিত করতে পারে সেজন্য আমরা একটি ওয়াশ ব্লক নির্মাণ করেছি। এর নাম দেওয়া হয়েছে ‘কন্যা সাহসিকা’। ওয়াশ ব্লকের পাশেই একটি বিশ্রামাগার, রিডিং রুম, হাত-মুখ ধোয়া এবং টয়লেটেরও ব্যাবস্থা রয়েছে। ১০ টাকার বিনিময়ে প্রয়োজনীয় স্যানিটারী সামগ্রী পাবে কিশোরীরা। কিশোরীদের জন্য যেসব জিনিসগুলো প্রয়োজন আমরা সব ব্যবস্থা করে দিয়েছি। এসময় কয়েকজন শিক্ষার্থী বলেন, আগে স্কুলে এ ধরনের ব্যবস্থা ছিল না। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ও মনোরম পরিবেশের ওয়াশ ব্লক পেয়ে আমরা খুশি। এর আগে জেলা প্রশাসক নগরকান্দা থানা পরিদর্শন করেন এবং এর পরে নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে নগরকান্দায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন।