রাউজান উপজেলার নোয়াপাড়াস্থ গাউসিয়া কমিটি বাংলাদেশ নিরামিশপাড়া শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.), হযরত আবু বক্কর সিদ্দীক (রা.) এর ফাতেহা ইয়াজদাহুম ও খাজা গরিবে নেওয়াজ (রা.) এর ওরশ শরীফ উদযাপন উপলক্ষে সুন্নী কনফারেন্স ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্প্রতি নিরামিশপাড়া জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে প্রথম অধিবেশনে খতমে কোরআন ও গাউসিয়া শরীফ সকাল ১০ টায় এবং বাদে জোহর বিকেল দু টায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান সংগঠনের সাধারণ সম্পাদক নাঈমুর রহমান নয়নের সঞ্চালনায় সহ সভাপতি মুহাম্মদ জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা দক্ষিণ শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কর সওদাগর। এতে বক্তব্য রাখেন রাসাস প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক এম এ ফয়েজ, কদলপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ওমর ফারুক, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাফর ইকবাল, তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সিনিয়র মুদাররিস মোহাম্মদ বখতেয়ার উদ্দীন, মোহাম্মদ মিজানুল করিম, নিরামিশপাড়া আল কোরআন নুরানী একাডেমির প্রধান শিক্ষক মো. নুরুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সাঙ্গু রাউজান প্রতিনিধি মোঃ কামাল, নিরামিশপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ ইমরান, গাউসিয়া কমিটি বাংলাদেশ নিরামিশপাড়া শাখার সাবেক সভাপতি জহির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ আজিজুল হক সওদাগর, মুহাম্মদ ইব্রাহিম বাবুল, আলহাজ্ব মোঃ ফরিদ আহমদ ও মোঃ নুরুল আমিন প্রমুখ। ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের নাতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন মাদ্ররাসা থেকে আগত ক ও খ গ্রুপে মোট ৪২জন প্রতিযোগী অংশ গ্রহন করেন। উক্ত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে প্রথম অধিবেশনের পরিসমাপ্তি হয়। অত;পর ২য় অধিবেশন রাত ৮টায় আজিমুশশান মাহফিল এবং সবশেষে তবরুক বিতরণ ও আখেরী মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।