নড়াইল ও কালিয়ায় তৃনমূল নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস ষ্টেট বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির। আওয়ামী সরকারের নির্যাতন ও নিপিড়নের জন্য তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি। ০৬ জানুয়ারী (সোমবার) সকাল ১১টায় নিজ জেলা নড়াইলে পৌছাইলে জেলা বিএনপির সহসভাপতি জুলফিকার আলী মন্ডল, বিএনপি নেতা আশিকুর রহমানসহ হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। অতঃপর জেলা বিএনপি অফিসে বক্তব্য শেষে তিনি শত শত মোটর সাইকেল শোভাযাত্রায় মিছিল সহকারে বিকালে নিজ বাড়ী কালিয়া উপজেলার পিরোলী গ্রামে আসেন। এ সময় রাস্তার পাশে শত শত নারী পুরুষ জহিরুল ইসলামকে একনজর দেখার জন্য অবস্থান নেয় এবং তার বাড়ীসহ গ্রামে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন, পিরোলী ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক মোঃ রহমত শেখ, সহ সভাপতি আলতাপ উদ্দিন আনসারী ও জামির হোসেন মোল্যা, যুবদল নড়াইল জেলা শাখার যুগ্ম সম্পাদক শহিদুল মোল্যা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল জোয়াদ্দার, বিএনপি নেতা মোঃ মাহামুদ মোল্যা, বিএনপি নেতা বাবুল হোসেন, দিদার জোয়াদ্দার, ইয়ামিন শেখ, নজরুল ইসলাম, শোয়েব শেখ, আনোয়ার শেখ, যুবদল নেতা বাবুল জোয়াদ্দার এবং বিএনপি ও অংগ সংগঠনের আরো অনেকে। জহিরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৫/১৬ বছর দেশের বাহিরে থেকে ও তিনি দলকে সুসংগঠিত রাখতে প্রতিনিয়ত কাজ করে গেছেন এবং দলের দুঃসময়ে সহযোগীতা করে আসছেন। দীর্ঘদিন পর দেশে এসে দলীয় কর্মীদের ভালবাসায় সিক্ত হয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা।