গত ৫ আগষ্ট ভৈরব থানা থেকে লুট হওয়া শর্টগান ও পুলিশের পোশাক উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে পৌর এলাকার ভৈরবপুর হাজী মনু বেপারীর বাড়ীর দিকের রেল লাইনের উত্তর পাশের ডোবার পাড়ে ঝোপড়ির ভিতর থেকে অস্ত্র ও পোশাক উদ্ধার করা হয়েছে। ভৈরব থানার এস.আই নুরুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ তল্লাশী করে পুলিশের পোশাকে মোড়ানো ১টি শর্টগান উদ্ধার করা হয়।