রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় দরিদ্র,অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়ছে।স্বেচ্ছাসেবী সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপের আয়োজনে গতকাল সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসার হল রুমে ২ শতাধীক শীতার্ত অসহায়দের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।প্রতি বছরের ন্যায় এবারেও শীতে কাহিল সলঙ্গা এলাকার প্রকৃত গরিব, অসহায়, ছিন্নমুলদের পাশে কম্বল নিয়ে পাশে দাঁড়িয়েছেন “প্রিয় সলঙ্গার গল্প” সংগঠন। পৌষের কনকনে শীতে কম্বল পেয়ে অনেক খুশী শীতার্ত অসহায় মানুষগুলো। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা কে, এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, চীফ এডমিন শাহ আলম। এস.এম ফারুক হায়দারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, হেড কোয়ার্টার, র্যাব ঢাকা এর আইন কর্মকর্তা আবু হাসান (রুবেল), সলঙ্গা থানার ওসি মনিরুজ্জামান, উপদেষ্টা আলহাজ্ব দেলোয়ার হোসেন, উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, উপদেষ্টা আবদুস সালাম মাস্টার, প্রভাষক বেলাল হোসেন, প্রভাষক তাজ উদ্দিন, হারুনর রশিদ, শাহিদুল ইসলাম, নাজমুল হাসান, তুষার তালুকদার প্রমুখ।