জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যেগে ৫ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। শহরের তিনানী বাজারস্থ শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগটনটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ আরিফ হোসেন। এসময় তিনি বলেন, প্রতিবছর জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যেগে অসহায় শীতার্ত পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরন করা হয়। এবারও তার ব্যাতিক্রম হয় নি। আজ আমরা আমাদের সংগঠনের নিজস্ব তহবিল হতে শেরপুর পৌরসভাধীন ৯টি ওয়ার্ডের ৫শতাধিক পরিবারের কম্বল বিতরন করেছি। সামনে ফেব্রুয়ারী মাসে আরো বৃহৎ পরিসরে হাজার পরিবারের মাঝে কম্বল বিতরনের উদ্যেগ নেওয়া হবে। এসময় অন্যানোদের মাঝে, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সচিব তন্ময় বনিক এবং পরিচালক মোঃ ওয়াহিদ বিন ফেরদৌস লোটাস, আরিফুল কবীর আপেল, শেখ শোভন, আলহাজ্ব মোঃ মহিউদ্দিন আহাম্মেদ মামুন, মোঃ তৌহিদুর রহমান পাপ্পু উপস্থিত ছিলেন।