হিম শীতল বাতাস আর কনকনে ঠান্ডা, সাথে চলছে কুয়াশার রাজত্ব। গত কয়েক দিন ধরে শীরশীরে বাতাস আর প্রচন্ড শীতে বিপর্যস্থ সলঙ্গার মানুষ আর প্রাণীকুল। কষ্ট বেড়েছে খেটে খাওয়া অসহায় শীতার্ত মানুষদের। তীব্র শীতের এই মুহুর্তে মানবতার সেবায় শীতার্তদের পাশে গরম কাপড় (কম্বল) নিয়ে হাজির অরাজনৈতিক,স্বেচ্ছাসেবী সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপের এডমিন শাহ আলম। গতকাল সলঙ্গা ফাজিল মাদ্রাসা হলরুমে এলাকার শীতার্ত অসহায়,ছিন্নমুল পরিবারের মাঝে ২ শতাধীক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। জুম ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী কে.এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে এস.এস ফারুক হায়দার এর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ পুর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মনির, আইন কর্মকর্তা আবু হাসান রুবেল, সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাও: কে.এম আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, প্রভাষক তাজ উদ্দিন, আলহাজ্ব দেলোয়ার হোসেন, এডমিন শহিদুল ইসলাম, এডমিন হারুনর রশিদ সহ সাংবাদিক ও সামাজিক ব্যক্তিবর্গ। উল্লেখ্য,”প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপটি দীর্ঘদিন ধরে এলাকার হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র, ঈদ সামগ্রী, হুইল চেয়ার, টিউবওয়েল, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, গরিব মেধাবী শিক্ষার্থীদের বই-খাতা, জামা কাপড়, ছিন্নমুলদের সাবলম্বী করতে গাছের চারা, ছাগল, খাদ্য সামগ্রীসহ বিভিন্ন সহযোগীতা করে আসছে।