মময়মনসিংহের তারাকান্দায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২রা জানুয়ারী) বিকেলে বর্নাঢ্য রেলীটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নিবার্হী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ। অনুষ্ঠান উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম, ময়মনসিংহ দক্ষিণ বিএনপির আহবায়ক আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা মহিলা দলের সহ-সভাপতি নিলুফার ইসমিন মনি তালুকদার,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক ভিপি শামছু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম,তারাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ.এইচ.এম জুয়েল, দেলোয়ার হোসেন, আবু সাঈদ সরকার,মোবারক হোসেন ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির। প্রধান অতিথি আবু ওয়াহাব আকন্দ তার বক্তব্যে বলেন,জুলাই ছাত্রজনতার গণ অভ্যুত্থানসহ বিগত ১৫ বছরের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরন করে বলেন ছাত্রদের নেতাকর্মীদের অগ্রণী সাহসী ভূমিকা জাতী চিরদিন স্মরন করবে। তিনি আরও বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের আন্দেলনের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। নেতাকর্মীদের প্রতি পরিপূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সতর্কভাবে রাজপথে থাকার আহবান জানান। বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার বক্তব্য বলেন, জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ১৫ বছর ধরে লড়াই করছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ আন্দোলনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন,সকলে মিলে এই দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছি,সকলে মিলে আমারা দেশকে গণতন্ত্রে রুপান্তর করবো। এখানে কোন ফাদেঁ পা দেওয়া যাবে না। আমরা সরকারের কাছে দাবি জানাই অতিদ্রুত সংস্কার করে নির্বাচন দিন।