নড়াইলের কালিয়া উপজেলার দত্ত মাধ্যমিক বিদ্যালয়ে রোটারী ক্লাব অব নড়াইল ও রোটারী ক্লাব অব যশোর মিড সিটি এর উদ্যোগে শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এ ক্যাম্পের উদ্বোধন করেন। এ দিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এ ছাড়া এক হাজার লোক ব্ল্যাড গ্রুপিংয়ের সুবিধা পান। এ মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, এমন মহৎ একটি উদ্যোগের অংশ হতে পেরে অনেক ভালো লাগছে।আমাদের আগামীতে ও এ ধরনের ফ্রি ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে।আজকের এই ফ্রি মেডিকেল ক্যম্পের মাধ্যমে অসহায় মানুষ ফ্রিতে চিকিৎসা সেবা পাচ্ছেন। রোটারী ক্লাব অব নড়াইল ও রোটারী ক্লাব অব যশোর মিড সিটির এ ধরনের মহৎ উদ্যোগকে মোবারকবাদ জানাই। তাদের সহযোগিতায় সর্বক্ষণ প্রশাসন প্রস্তুত রয়েছে। যে কোন ধরনের প্রয়োজনে আমাকে জানাবেন, আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যহত রাখব। উক্ত ক্লাবের সভাপতি বলেন, আমারা সমাজের জন্য কিছু করতে চাই । তিনি আরও বলেন, এ এলাকার মানুষের জন্য আমাদের দায়বদ্ধতা আছে। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ। এ সময় অন্যান্যের সাথে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশাস জাহাঙ্গীর আলম, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু প্রমুখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।