বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফুটবল টুর্ণামেন্টের। শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল মাঠে টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তারণ্যের উৎসবের অংশ হিসেবে বিভিন্ন স্থানে প্রত্যন্ত এলাকাতে খেলাধূলা পৌছে দেয়ার বা খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে সম্পৃক্ত রাখার জন্য বর্তমান সরকারের প্রায়োরিটি একটা টার্গেট আছে। তার অংশ হিসেবে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে যে খেলোয়াড় এবং দর্শকরা সম্পৃক্ত হয়েছে তার জন্য তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। ইঞ্জিনিয়ার মোবারক হোসেন রুবেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার তানভীর আহমেদ সিদ্দিকী। এ সময় টুর্ণামেন্টের আহবায়ক ইঞ্জিনিয়ার কফিল উদ্দিন, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মামুনুল হকসহ প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক দর্শক উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে রেট্রু ওয়ারিয়র্স ৪-৩ গোলে ভিন্টেজ ভিক্টর্সকে পরাজিত করে সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত করে।