শরীয়তপুর পৌরসভা ৫নং ওয়ার্ডে নতুন বছর উপলক্ষে যুবদলের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধা ৭ টায় পৌরসভার উত্তর বালুচড়া গ্রামে পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারীর সভাপতিত্বে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় উক্ত সভা আয়োজন করে ৫নং ওয়ার্ড যুবদল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি মান্নান মাদবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি মোফাজ্জল ফকির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল বেপারি। এসময় উত্তর বালুচড়া ৫নং ওয়ার্ডের জয়নাল পাহাড়, ইনুজ সরদার, মনির হোসেন পেদা, পলিন খান, সিরাজুল ইসলাম আকাশ, আলি আহমেদ মাদবর, বাচ্চু কাজী, সুজন খান, সুলতান পাহাড়, আলী আশরাফ পাহাড়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।