কক্সবাজার জেলার শ্রেষ্ঠত্ব পুরষ্কারে ভূষিত হলেন মহেশখালী থানার ওসি কাইছারসহ ৩ কর্মকর্তা। পুলিশ সুপার কর্তৃক পেলেন ক্রেস্টসহ নগদ অর্থ। ৪ ই জানুয়ারী শনিবার দুপুরে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকসহ অস্ত্র উদ্ধারে মহেশখালী থানা জেলার শ্রেষ্ঠ স্থান অধিকার করায় সম্মাননা প্রদান করেন। এতে শ্রেষ্ঠত্ব পুরষ্কারে ভূষিত হলেন ওসি মোঃ কাইছার হামিদসহ উপ- পরিদর্শক (এসআই) মহসিন চৌধুরী পিপিএম ও উপ-পরিদর্শক (এএসআই) শিবল দেব। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, দ্বীপ মহেশখালীতে আইনাশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক, অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন মোঃ কাইছার হামিদ। এছাড়া শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) মহসিন চৌধুরী পিপিএম ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার উপ-পরিদর্শক (এএসআই) শিবল দেব নির্বাচিত হয়ে সম্মাননা স্মারক অর্জন করেন। দ্বীপের সার্বিক পরিস্থিতি অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে অপরাধমূলক কর্মকা-ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সফলতা পাওয়ায় সম্মাননায় ভূষিত হন তাঁরা। তাঁদের হাতে নগদ অর্থসহ ক্রেস্ট প্রদান করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। উক্ত সভায় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারবৃন্দ, নয়টি থানার অফিসার ইনচার্জ, এপিবিএন, ট্যুরিস্ট ও সিআইডি পুলিশের প্রতিনিধিগণ এবং বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার বৃন্দরা। জানা যায়, মহেশখালী থানা গত ২০২৪ ইং সালের ডিসেম্বর মাসে অত্যাধুনিক বিদেশি জি-৩ রাইফেলসহ ৪টি অস্ত্র উদ্ধার, সাজা ও ওয়ারেন্ট তামিল’সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাফল্যজনক ভূমিকা রাখায় মহেশখালী থানার ওসি মোঃ কাইছার হামিদ অস্ত্র উদ্ধারকারী শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন, ১৯ টি সাজা পরোয়ানা’সহ ৬৭ টি পরোয়ানা নিষ্পত্তি করায় ১০ ম বারের মতো উপ-পরিদর্শক (এসআই) মহসিন চৌধুরী পিপিএম শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়ে উপ-পরিদর্শক (এএসআই) শিবল দেবকে ঘোষণা করা হয়েছে। তাদের এ সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। মহেশখালী থানার এমন কৃতিত্বে ওইদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণায় ঝড় বইছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদ বলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ পুলি সুপার মহোদয়ের দিক নির্দেশনায় মহেশখালী থানার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে। এ অর্জন শুধু আমার নয় পুরো থানাসহ দ্বীপবাসীর। এধারা অব্যাহত রেখে আমাদের আগাম পথচলা আরও বেশি গতিশীল হতে অনুপ্রেরণা যোগাবে। এলাকার সব ধরণের অপরাধ নির্মূল করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতায় কামনা করেন।