সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত এক হাজার কম্বল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বিভিন্ন মাদরাসার এতিম, অসহায়, দুস্থ, ক্ষুদ্র চা দোকানী, নারী পুরুষ ও মান্তা জেলেদের স্বহস্তে উপজেলার বিভিন্ন বিভিন্ন ওয়ার্ডে গত কয়েকদিন যাবৎ প্রায় ৮ শত কম্বল বিতরণ করেন। ১২টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানদের দেয়া তালিকা যাচাই বাছাই করে সরোজমিনে গিয়ে শীতের কম্বল বিতরণ কার্যক্রম অব্যহত রাখছে। বিতরণ কালে স্থানীয় প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন সহ বিভিন্ন ইলেক্ট্রনিক গণমাধ্যম কর্মী সহ স্থানীয় সুধী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতের কম্বল পেয়ে অসহায় ব্যক্তিরা খুশির আনন্দে উপজেলা নির্বাহী অফিসারকে কৃতজ্ঞতা প্রকাশ করে।