জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে “মরহুম রুবেল স্মৃতি সংসদ” কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে কাঞ্চননগর ৮নং ওয়ার্ডস্থ পুকুর পাড়া সংলগ্ন মাঠে খেলার উদ্বোধন করেন ফটিকছড়ি মানবিক ফাউন্ডেশন সভাপতি শেখ সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি কাঞ্চন নগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও কাঞ্চন নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল কালাম ভূঁইয়া শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারলেও চ্যাম্পিয়ন ও রানার-আপ দলকে অভিনন্দন জানিয়ে পুকুর পাড়া রুবেল স্মৃতি সংসদ টুর্ণামেন্টে সার্বিক সহযোগিতা করেন তিনি। কাঞ্চননগর ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আফছার উদ্দিনের সভাপতিত্ত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কাঞ্চন নগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার প্রতিষ্টাতা মোহাম্মদ জিয়াউল হক জিয়া,ফটিকছড়ি উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভপতি সাইরান কাদের চৌধুরী, সমাজসেবক ও দুবাই প্রবাসী মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ মোবারক হোসেন, ক্রীড়াবীদ মোহাম্মদ ইকবাল হোসেন, পুকুর পাড়া সমাজের সর্দার মোহাম্মদ ইলিয়াছ ও মোহাম্মদ বাহাদুর আলম। বিপুল সংখ্যক দর্শক উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় পুকুর পাড়া একাদশ ২-০ সেটে মনু তালুকদার বাড়ি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে প্রাইস মানি ও ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।