বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি পৌর শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে দাউদকান্দি পৌরসভার ৯টি ওয়ার্ডে গরীব-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আলমগীর হোসেন সরকার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশারফ হোসাইন, দাউদকান্দি পৌরসভা আমির মাওলানা আবুল কাশেম প্রধানিয়া, সেক্রেটারী মাওলানা মো.শাহজাহান তালুকদার, পৌর শ্রমিক কল্যাণ ফেডারশনের সভাপতি ফজলে রাব্বি প্রমুখ।