শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা সফল হবে না: ফখরুল সিরিয়ায় ফ্যাসিস্ট আসাদের অনুগত কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন আমির মামুনুল হক ঢাকায় মার্কিন দূতাবাসে যোগ দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ট্রাম্পের আমন্ত্রণ ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে -ডা. শফিকুর রহমান আগামী জাতীয় নির্বাচন নিবন্ধিত সব দল নিয়েই হবে: সিইসি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের এবি পার্টির নতুন চেয়ারম্যান মজিবুর মঞ্জু, জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদ বেগম জিয়াকে দেখতে লন্ডনে মির্জা আব্বাস

ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে -ডা. শফিকুর রহমান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট সরকার দেশের স্বার্থবিরোধী চুক্তি করে দেশকে দখলদার শক্তির হাতে তুলে দেয়ার চক্রান্ত করেছিল। উলামায়ে কেরাম ও ইসলামী নেতৃবৃন্দকে হত্যা,গুম ও নির্যাতনকারী ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। গত শুক্রবার সকালে কুয়েতের রওদা’র জমিয়তুল ইসলাহে অনুষ্ঠিত বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র, কুয়েতের বার্ষিক সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি হাফেজ নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী। বক্তব্য রাখেন হাফেজ মোস্তাকুর রহমান, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, ইঞ্জিনিয়ার রমজান আলী ভুঁইয়া, জাহাঙ্গীর আলম, আব্দুল মুনিম প্রমুখ।
আমীরে জামায়াত তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট হাসিনা গত ১৬ বছরে ইসলামপন্থীদের হত্যা, গুম, বাড়ি ছাড়া করেছে। শীর্ষ ইসলামিক নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। হাজার হাজার মানুষ খুন করেছে, লাখ লাখ মানুষকে মামলায় জড়িয়ে নির্যাতন করেছে। রিমান্ডে নিয়ে নির্মম নিযাতন চালিয়েছে, ডান্ডাবেড়ি পড়িয়ে অপমানিত করেছে। রাজকোষ লুটপাক করে, ব্যাংক ডাকাতি করে বিদেশে টাকা পাচার করেছে। তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট সরকার দেশের স্বার্থবিরোধী চুক্তি করে দেশকে দখলদার শক্তির হাতে তুলে দেয়ার চক্রান্ত করেছিল। তিনি প্রবাসীদের কুয়েত দেশের নিয়ম কানুন মেনে চলে ভাব মর্যাদা উজ্জল করার জন্য ভূমিকা পালনের আহ্বান জানান। এ ছাড়া ডা. শফিকুর রহমান বিভিন্ন দেশের কমিউনিটি নেতৃবৃন্দে, প্রবাসী সংগঠনসমূহের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ ছাড়া তার সম্মানে দেয়া গণসংবধনায় অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com