শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন

গলাচিপায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মশালা

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

গলাচিপা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যদের সমন্বয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ব্র্যাক হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম ও নজরুল স্মৃতি সংসদ (এনএমএস) এর সহায়তায় এক প্রশিক্ষণ কর্মশালা অনষ্ঠিত হয়। কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার ও দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শ্রী আশিষ কুমার। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মু. সাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় পর্যায়ের অভিজ্ঞ ও নীতি নির্ধারক আ. লতিফ খান। স্বাগত বক্তব্য রাখেন এম এম জাহাঙ্গীর, পরিচালক প্রোগ্রাম, এন এস এস, আমতলী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন মোসা: আফরিন খান, পিসি, ব্র্যাক, ঢাকা, সুকুমার মিত্র, প্রকল্প ম্যানেজার, ডিআরআর প্রকল্প, আমতলী, মো. মোস্তফা, ডিআরআর প্রকল্প, আমতলী, খাদিজা পারভীন, প্রোগ্রাম অফিসার, ডিআরআর, আমতলী। অনুষ্ঠানে গলাচিপা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বায়স্তবায়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, পল্লী উন্নয়ন অফিসার মাহবুব হাসান শিবলী, প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি সমিত কুমার দত্ত মলয় কর্মশালায় তাদের মতামত তুলে ধরেন। ব্র্যাক ২০০৮ সাল থেকে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় প্রাতিষ্ঠানিক ও কমিউনিটি পর্যায়ে ধারাবাহিকতায় ব্র্যাক হিউম্যানিটেরিয়ান কর্মসূচি ২০১৯ সালে ঘূর্ণিঝড় ও বন্যা প্রবণ এলাকায় ৫০টি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পরিচালনাসহ পটুয়াখালী জেলার ৫টি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে সক্ষমতা মোকাবেলায় কাজ করে যাচ্ছে। এছাড়া কোভিড-১৯ এর প্রেক্ষাপট বিবেচনায় ব্যক্তিগত ও সামাজিক সচেতনতামূলক এবং ব্যবহারিক তথ্যসমূহকেও ইউনিয়ন এবং উপজেলায় প্রশিক্ষণসহ কোভিড-১৯ এর ঝুঁকির বিষয়ে বিবেচনায় রেখে প্রয়োজনীয় সুরক্ষা বিধিসমূহ সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com