নীলফামারীর ডিমলায় দরিদ্র ও হত দরিদ্র পরিবারের মাঝে মিনামুল্যে সাবান বিতরন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদে ইউনিসেফের অর্থায়নে ও আসওয়া-২, কেয়ার বাংলাদেশের আয়োজনে উপজেলার ১২শ ৩৪ জন দরিদ্র ও হত দরিদ্র পরিবারের মাঝে সাবান ও করোনা ভাইরাস প্রতিরোধক উপকরন বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহাকারী প্রকৌশলী মিঠুন কুমার রায়, কেয়ার বাংলাদেশের ডিমলা উপজেলা সমন্বয়কারী সোহরাব হোসেন, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া ও সুবিধাভোগিরা উপস্থিত ছিলেন।