পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলেন বাংলাদেশের পেস সেনসেশন নাহিদ রানা। পেশোয়ার জালমির হয়ে খেলবেন এই তরুণ পেসার। পিএসএল ড্রাফটে গোল্ড ক্যাটাগরিতে ছিলেন তিনি। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা না পাওয়া লিটন দাসও পিএসএলে পেয়েছেন দল। তাকে কিনেছে করাচি কিংস।
সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম ছিল সর্বোচ্চ পারিশ্রমিকের প্লাটিনাম ক্যাটাগরিতে। তবে তাদের কেনার আগ্রহ দেখায়নি কোনো দল।