৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম। পরে অতিথিরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থাপিত উদ্ভাবিত প্রযুক্তি স্টল পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাইন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উল্লাহ্, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আরিফ সরকার, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, বর্ণমালা স্কুল ও কলেজ, কাপাসিয়া সেন্ট্রাল স্কুল, এম এ মজিদ সায়েন্স কলেজ, আলহাজ্ব রেজাউল হক মহিলা কলেজ, রানীগঞ্জ হাই স্কুল, ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়, তারাগঞ্জ হরেন্দ্র নারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বরুন উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে।