গতকাল দুপচাঁচিয়া উপজেলা সোভা অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে সদ্য পদোন্নতি প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র বিদায়ী সংবর্ধনা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান সোভা অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাকক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার উল আজাদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী সংবর্ধনা সভায় বিদায়ী অতিথি উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি ছাড়াও বক্তব্য রাখেন, দুপচাঁচিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, হিসাব রক্ষক কর্মকর্তা দেওয়ান আহসানুল রাশেদ, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, অধ্যক্ষ আবুল বাসার, চাউল কল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, ব্যবসায়ী জাকির হোসেন তালুকদার, বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, প্রদর্শক আহম্মদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ মহল প্রমুখ। পরে উপজেলা প্রশাসনের সহযোগীতায় বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপহারের শীতবস্ত্র প্রদান করেন, সদ্য পদোন্নতি প্রাপ্ত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব হোসেন। অপর দিকে এদিন সকালে উপজেলার পুরাতন বাজার রাস কালী মন্দির চত্বরে এলাকার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, মন্দির কমিটির উপদেষ্টা নয়ন চন্দ্র দাস, মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নিতেন বসাক জনি প্রমুখ।