বোরহানউদ্দিন পৌরসভা বিএনপি’র নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে হাফিজ ইব্রাহিম
বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিম বলেন, দাঙ্গা -সন্ত্রাসের রাজনীতি নয়,বিএনপি শান্তিতে বিশ্বাস করে। বাংলাদেশ জামায়াত ইসলামীকে রাজনীতিতে আসতে হলে সবার আগে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে।
গতকাল শনিবার ১৮ জানুয়ারি দুপুরে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয় সংলগ্ন বালির মাঠে আয়োজিত বোরহানউদ্দিন পৌর শাখা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি। সাবেক এই সংসদ সদস্য আরো বলেন,বিএনপি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন যুদ্ধ-সংগ্রামে এ দলের ভূমিকা অপরিসীম,কিন্তু নামধারী একটি বিশ্বাসঘাতক দল বিএনপির নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যারা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে আজ তারা আমাদেরকে স্বাধীনতাযুদ্ধের কথা বলে। কিন্তু তারা নিজেরাই প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করেনি বরং বিরোধিতা করেছে। নিজেরা পাড়া-মহল্লায় ইসলামের নাম ব্যবহার করে ফরম বিক্রি করে চাঁদাবাজি করে আর বিএনপির নামে বদনাম করে। এ সময় তিনি আরো বলেন, বিএনপি চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, লুটপাট, বিশৃঙ্খলা,অশান্তি হামলা বা দাঙ্গার রাজনীতিতে বিশ্বাসী নয়, বিএনপি শান্তিতে বিশ্বাস করে। ইসলামের নাম ব্যবহার করে এই বোরহানউদ্দিন-দৌলতখানে যারা অশান্তি সৃষ্টি করবে তাদের শক্ত হাতে মোকাবেলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বোরহানউদ্দিন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ বশির আহম্মেদ এর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সভাপতি খালেদা খানম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রব হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, সাবেক কাউন্সিলর সাইদুর রহমান লিটন, আলী আকবর পিন্টু, যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব জাফর মৃধা প্রমুখ।