নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় ৩ দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী সেমিনারে ডেকোরেটরের মালামাল না নেওয়ায় সেমিনার কমিটির সদস্য সৈয়দ ইউসুফ আলী(২৬) ও তার বড় ভাই সৈয়দ ইউনুস আলীকে(৪৫) বেধড়ক হাতুড়িপেটা করে গুরতর আহত করা হয়েছে। লাহুড়িয়া বাজারের বিসমিল্লাহ ডেকোরেটরের মালিক ও বাজার কমিটির সভাপতি মোহাম্মদ বাকিবিল্লাহ’র ছেলে ওবায়দুর রহমান উথান(৩২) রমিজ(২৫) ও হাবিব(৩৫) এ হামলার সাথে জড়িত বলে অভিযোগে জানা গেছে। গত শুক্রবার (১৭ জানুয়ারি) জুম্মার নামাজের পর লাহুড়িয়া ডহরপাড়ায় আহতরা বাড়ি যাওয়ার পথিমধ্যে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগে জানা গেছে, লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমি ময়দানে গত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার(১৬, ১৭, ১৮ জানুয়ারি) ৩ দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী সেমিনারের আয়োজন করা হয়।সেমিনার বাস্তবায়নের লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়। সেমিনারের জন্য প্যন্ডেল প্রস্তুত, ডেকোরেটর, লাইটিং ও প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জামাদি সরবরাহের লক্ষ্যে সর্বনি¤œ কমমূল্যে সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ প্রদানের জন্য কমিটির নেতৃবৃন্দ সিদ্ধান্ত গ্রহণ করেন। লাহুড়িয়া বাজারের বিসমিল্লাহ ডেকোরেটরের মালিকপক্ষ শুধুমাত্র প্যান্ডেল নির্মাণের জন্য ১লাখ ৮৫ হাজার টাকা দাবি করেন।এ হিসেবে অন্যান্য মালামাল সরবরাহে মোট প্রায় ৩লাখ টাকা ব্যয় হতো। অথচ অন্য একটি প্রতিষ্ঠান মাত্র ১লাখ ৬০ হাজার টাকায় তিনদিনের মাহফিলের জন্য প্যন্ডেল, ডেকোরেটর, লাইটিং ও প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ করেন।অন্য জায়গা থেকে প্যান্ডেলসহ অন্যান্য মালামাল আনায় ক্ষিপ্ত হন বিসমিল্লাহ ডেকোরেটরের মালিক ও তার ছেলেরা।এক পর্যায়ে সেমিনার কমিটির সদস্য সৈয়দ ইউসুফ ও তার বড় ভাই সৈয়দ ইউনুসকে তারা হাতুড়িপেটা করেন।স্থানীয় লোকজন আহত ইউসুফকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন। ইউনুস স্থানীয়ভাবে চিকিৎসা নেন। বিসমিল্লাহ ডেকোরেটরের মালিক মোহাম্মদ বাকিবিল্লাহ ও ছেলে ওবায়দুর রহমান উথান জানান, সেমিনারের জন্য তাদের ডেকোরেটরের মালামাল না নেওয়ায় ইউসুফ ও ইউনুসকে মারপিটের ঘটনা সত্য নয়। আমাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অশিকুর রহমান জানান, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।